সাতই মার্চের দীপ্ত ভাষণ
স্বাধীনতার মুল,
মহাননেতা শেখ মুজিবের
নেইযে কোনো তুল।
সাতই মার্চের ভাষণেতে
হৃদ চেতনা জাগে,
বীর বাঙ্গালি ফুঁসলে উঠে
ঘৃণা ক্ষোভে রাগে।
শত্রুর সনে যায় লড়াইয়ে
সাতই মার্চের ডাকে,
জীবন বাজি ধরে সবাই
লড়াই করতে থাকে।
রক্তপ্রাণ আর মান বিলিয়ে
শত্রুর সঙ্গে লড়ে,
নয়টি মাসের লড়াই শেষে
বিজয় অর্জন করে।