ঝিনাইদহ শহরের এক সময়ের সংবাদপত্র ব্যাবসায়ী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী জোয়ার্দার গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও এক ছেলে রেখে গেছেন। মরহুম ইউনুস আলী জোয়ার্দার ঝিনাইদহ জেলা কৃষকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভুটিয়ারগাতি গ্রামে মৃত্যুবরণ করেন। মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভুটিয়ারগাতি গ্রামে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুর খবর শুনে বীর মুক্তিযোদ্ধাগণ ও দলীয় নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যান। গতকাল বুধবার বাদ আসর ভুটিয়ারগাতি গ্রামে নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী জোয়ার্দারের মৃত্যুতে ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী জোয়ার্দার নব্বই দশকে শহরের ক্ষনিকা রেষ্ট হাউস মার্কেটে সংবাদপত্রের এজেন্ট ছিলেন।