হোক হিন্দু অথবা মুসলমান
হোক বৌদ্ধ অথবা খৃষ্টান ,
কেন তোর বাঁকা হবে দৃষ্টি,
সবই এক আল্লার সৃষ্টি ৷
চেয়ে দেখ মেঘমালা ভাসে ওই
জাতি ধর্ম ওরা বাছে কই ?
সবার জমিতে নামে বৃষ্টি
সবই এক আল্লার সৃষ্টি ৷৷
রবি, শশী বাছে কই ধর্ম ?
সমভাবে করে সেবা কর্ম,
মিষ্টি তো সব মুখে মিষ্টি
সবই এক আল্লার সৃষ্টি ৷৷
ধর্মটা একান্ত যার যার
আগে চাই উত্তম ব্যবহার,
মানে সবে যার যার কৃষ্টি
সকলেই আল্লার সৃষ্টি ৷৷
সবাইতো আদমের সন্তান
হানাহানি খুনাখুনি বেমানান,
হাসি মুখে কথা বল মিষ্টি
সকলেই আল্লার সৃষ্টি ৷৷