আবারও কপ ইউনিভার্স নিয়ে আসছেন রোহিত শেঠি। ২০১১ সালে ‘সিংহাম’ এবং ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’-এর পর ‘সিংহাম অ্যাগেইন’। এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে বলিউডের তিন তারকা অজয় দেবগন, অক্ষয় কুমার ও রণবীর সিংকে। গতমাসে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। তখন সবাই উপস্থিত থাকলেও দেরিতে শুটিং যোগ দিয়েছেন অক্ষয় কুমার।
আগেই জানা ছিল এত তারকা ঠাসা এই সিনেমা থাকবে নানান চমক। এরমধ্যে খোলাসা হলো একটি। সিনেমার শেষ দৃশ্যকে একটি সিনেমা হিসেবেও দেখতে পারেবেন দর্শক। আর এই দৃশ্যের শুটিংয়ের বাজেট ২৫ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ কোটি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, এই সিনেমার শেষ দৃশ্যটি সাজানো হয়েছে স্বতন্ত্রভাবে। অর্থাৎ কেউ চাইলে শুধু শেষ দৃশ্যটি আলাদা সিনেমা হিসেবেও দেখতে পারবেন। দৃশ্যটি বেশ দীর্ঘ। এতে থাকবে দুঃসাহসিক স্ট্যান্ট। এই দৃশ্যের শুটিং চলবে সপ্তাহব্যাপী। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডের এ সিনেমার শেষ দৃশ্যে একত্র হবেন বলিউডের তিন পুলিশ-সিংহাম (অজয় দেবগন), সূর্যবংশী (অক্ষয় কুমার) ও সিম্বা (রণবীর সিং)।
প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা হয়ে এ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শেষ দৃশ্যে দীপিকা ছাড়া আরও দেখা যাবে কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে।
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে যাঁরা অতিথি চরিত্র করছেন, তাঁদের প্রত্যেকেই এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সামান্য চোট পেলে বা আহত হলে অন্য সিনেমার শুটিং বাধাগ্রস্ত হবে। তেমন কোনো দুর্ঘটনা যাতে এ শুটিংয়ে না হয়, সে বিষয়টি মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সূত্র: ইত্তেফাক