সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকাম্বার বেশ কয়েকটি লোকেশনে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক “বিহঙ্গ মন”র সুটিং শুরু হয়েছে। আগামী ২৬ মার্চ জন্মভূমি মাল্টিমিডিয়া প্রোডাকশনের প্রযোজনায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জন্মভুমি টেলিভিশনে এই বিশেষ নাটকটি প্রচারিত হবে।
জন্মভুমি টেলিভিশনের সিইও রাহেলা আরেফিন জানান, বাংলাদেশের জাতীয় দিবসগুলিকে নিয়ে নাটক নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২৬ মার্চ বিশেষ নাটক “বিহঙ্গ মন” প্রচারিত হবে। প্রবাসে নুতন প্রজন্মের মাঝে দেশের মুক্তিযুদ্ধ ও এর গৌরবময় ইতিহাস ছড়িয়ে দিতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
“বিহঙ্গ মন” নাটকটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাইম আবদুল্লাহ। নাটকটিতে প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন সিডনি প্রবাসী নাট্য ব্যক্তিত্ব শাহীন শাহনেওয়াজ।
সম্পূর্ণ সিডনিতে চিত্রায়িত স্বাধীনতার এই বিশেষ নাটকটির প্রাথমিক শুটিং এ অংশ নেন রানা শরীফ ও ড. ফাইজুল ইসলাম চঞ্চল। পর্যায়ক্রমে অন্যান্য শিল্পীদের নিয়ে নাটকটির বাকি শুটিং সম্পন্ন হবে।