বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষ হত্যা, মাদকদ্রব্য পাচার, তারকাটার বেড়া না কাটাসহ বিজিবি-বিএসএফ যৌথ টহল জোরদার করা এবং সীমান্তেরর বিভিন্ন সমস্যা ও তার সমাধানের পথ খুঁজতে দর্শনা সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে।
শনিবার চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের মেইন পিলার ৭৬ এর নিকট দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে কুষ্টিয়া মিরপুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন মোহাম্মদ জাবেদ এর নেতৃত্বে বিজিবির ২০ সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইশতিয়াক আহমেদ, ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহিন আজাদ, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল মিনহাজ সিদ্দিকী এবং ভারতের বিএসএফ এর পক্ষে কৃষ্ণনগর সেক্টর কমান্ডার (ডিআইজি) শ্রী অমরেশ কুমার আরিয়া’র নেতৃত্বে কমান্ডেন্ট শ্রী সুদীপ কুমার, কমান্ডেন্ট শ্রী সঞ্জয় কুমার, কমান্ডেন্ট শ্রী সুনীল কুমার, শ্রী ওয়াগিন্ডার আগরওয়াল, সেকেন্ড ইন কমান্ড শ্রী এইচ,এস লোয়াং সহ উভয় দেশের ১০ সদস্যের প্রতিনিধিদল স্ব,স্ব দেশের নেতৃত্ব দেন।
বিকাল সাড়ে পাঁচটায় এ বৈঠক সমাপ্ত ঘোষনা করা হয়। বৈঠকে দু’দেশের মধ্যে সীমান্তের বিরাজমান বিভিন্ন বিষয়ে দ্বি-পাক্ষিক ফলপ্রসু আলোচনা হয়েছে বলে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন মোহাম্মদ জাবেদ সাংবাদিকদের জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর,সেকেন্ড অফিসার এসআই আহাম্মদ আলী বিশ্বাস, ইমিগ্রেশন ইনচার্জ এস,আই আব্দুল আলিম, ডি,এস,বি সদস্য কামাল হোসেন, প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন, দর্শনা বিজিবির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার জহির উদ্দীন বাবর, আই,সি,পি ইনচার্জ হাবিলদার আলাউদ্দিন।