এগিয়ে এসে ভাস্তে বলেন, কাকা কেমন আছেন
স্মিত মুখে নাড়িয়ে মাথা সুনীল বাবু হাসেন।
ভেতরে যতই হোকনা খারাপ বাইরে ঠিক রাখে
বললে কেউ সারা সময়ই সবাই ভালো থাকে।
ভেতরে যতই কষ্ট থাকুক মুখে হাসির বান
বাইরে দেখতে সবই ঠিক হৃদয়ে অভিমান।
ভালো থাকার এ অভিনয়ে দেখি সবাই অভিনেতা
অভিনয় ওরা না শিখেও, যেন বিশ্ববিজেতা।
কষ্টের হাজার বোঝাগুলো মাথার উপর নিয়ে
প্রতিদিন সুখ ফেরি করে তবু বাড়ি বাড়ি গিয়ে।