বন্ধ হয়েছে বিচার-সালিশ
কে শোনে কার নালিশ!
কথায় জোড়াতালি, কখনও ফিস্ফিস্
চলছে ভোট – দিচ্ছে ভোট
ভোট খেয়ে ভোটার, করছে ইশ্-ইশ্ ৷
জমে উঠেছে ভোটের বাজার
হিসাব মেলানো বারবার;
ভোট প্রত্যাশীর চলছে বেশ দেন-দরবার
জিতে গেলে করবেন তিনি –
এই সেবার নামে, খাই-খাই কারবার ৷