বর্তমান সময়ে বার্তা আদান-প্রদানে জনপ্রিয় মাধ্যেম নস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট। যেখানে দ্রুত চ্যাট করতে গিয়ে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যা অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এমন বিড়ম্বনা এড়াতে স্ন্যাপচ্যাটে এডিটিং ফিচার সুবিধা আসছে। ফলে সহজে এর ব্যবহারকারীরা মেসেজের বানান ও ভুল সংশোধন করতে পারবেন।
স্ন্যাপচ্যাট সংশ্লিষ্টরা জানিয়েছে, এ ফিচারের ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর পাঁচ মিনিটের মধ্যে এটি এডিট করতে পারবেন, যা চ্যাটবক্সে ভুল বোঝাবুঝি এড়াতে ভূমিকা রাখছে।
যদিও আপাতত ফিচারটি স্ন্যাপচ্যাট প্লাস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যারা অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করছেন তারাই এডিটিং ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে কবে নাগাদ ফিচারটি সকলের জন্য চালু হবে তা জানা যায়নি।
জেনে রাখা ভালো- স্ন্যাপচ্যাট ২৪ ঘণ্টা মেয়াদোত্তীর্ণ স্টোরি ও পার্সোনাল মেসেজের মতো ফিচারের জন্য সুপরিচিত। সক্রিয় মাসিক ব্যবহারকারীর দিক থেকে নতুন রেকর্ড করছে স্ন্যাপচ্যাট। বর্তমানে প্ল্যাটফর্মটির ৭৫ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
স্ন্যাপচ্যাট সামাজিক গণমাধ্যমের জন্য একটি নতুন মোবাইল-একক দিকে প্রতিনিধিত্ব করার জন্য উল্লেখযোগ্য হয়ে ওঠেছে। ভার্চুয়াল স্টিকার এবং উদ্দীপ্ত বাস্তবিক বস্তুর সঙ্গে মিথস্ক্রিয় ব্যবহারকারীদের উল্লেখযোগ্য গুরুত্ব প্রদান করছে। ২০১৭ সালের মে মাসের হিসাব অনুযায়ী, স্ন্যাপচ্যাটের প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৬৬ মিলিয়ন।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআইনির্ভর নতুন ফিচার যুক্ত করেছে স্ন্যাপচ্যাট। এর মধ্যে রয়েছে ড্রিমস নামের একটি এআই সেলফি এডিটিং টুল এবং চ্যাটজিপিটিনির্ভর একটি এআই অ্যাসিস্ট্যান্ট। স্ন্যাপচ্যাটের এআই টুল ব্যবহার করে সহজেই বিভিন্ন ছবি কৃত্রিমভাবে তৈরি করা যায়। এর মাধ্যমে ভুয়া ছবিও তৈরি করছেন অনেকে। এ সমস্যা সমাধানে নিজেদের এআই টুল দিয়ে তৈরি ছবিতে স্বয়ংক্রিয়ভাবে জলছাপ যুক্ত করতে এআইনির্ভর ফিচার যুক্ত করে প্ল্যাটফর্মটি।
সূত্র: কালবেলা