ঘুমের ঘরে স্বপ্ন দেখি
হৃদয়ে রঙের ছবি
গাড়ি বাড়ি দালান কোঠা
সবকিছু আমার দাবি।
স্বপ্নের ঘরে সুখ বিলাসী
দেখা দেয় নীল পরী
তার ডানায় বসে আমি
দেশবিদেশ ভ্রমণ করি।
ঘুম ভাঙ্গিলে দেখি আমি
নাই কিছু আমারি
দেহের বলে বড়াই করি
এই কুঠির আমারি।
যেদিন যাবো ভুবন ছেড়ে
থাকবে পরে বাড়ি গাড়ি
মিছামিছি ছুটছি আমি
নাই কিছু ভুবনে আমারি।