মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুরের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও সন্তানদের নিয়ে মানববন্ধন ও আলোচনা সভা পালন করেছে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধাগন।
সোমবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে মেহেরপুর জেলার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমে বলেন, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এই ধরনের ঘটনা ঘটল তাহলে স্বাধীনতা কি পুষ্টিহীনতায় ভুগছে?
নাকি আমাদের আবার অস্ত্র হাতে নিয়ে এই পুষ্টিহীন স্বাধীনতা কে রক্ষা করতে হবে। আর এই পুষ্টিহিনতায় ভুগার কারন, রাজাকার-আলবদর, আল সামস, আর মুক্তি যোদ্ধাদের এক সাথে বসবাস। জননেত্রী শেখ হাসিনা যেমন আমাদের শ্রেষ্ঠ সন্তান বানিয়েছেন ঠিক তেমনই রাজাকারদের তালিকা প্রকাশ করে জাতীয় বিক্রিত সন্তান হিসেবে ঘোষনা দিবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা কমান্ডার আজিজুল হক, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মাজেদ, সাবেক মেহেরপুর জেলা কমিটির সদস্য মইনউদ্দিন, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার ইদ্রিস আলী, সাবেক মুজিবনগর উপজেলা কমান্ডার লুৎফর রহমানসহ মেহেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধা গন উপস্থিত ছিলেন।