স্বাধীনতা ছিলো আমার
বাংলার চির কাম্য,
উপড়ে ফেলতে জুলুম শাসন
ফিরিয়ে আনতে সাম্য।
সাতই মার্চে জনসমুদ্রে
তুলে ধরেন কথা,
সকল কিছুর বিনিময়ে
চাই যে স্বাধীনতা।
পঁচিশ মার্চে ঘুমন্ত ঢের
মানুষ করে হত্যা,
জেগে উঠে বীর বাঙালি
তাঁদের আপন সত্তা।
ডাক আসে তাই স্বাধীনতার
করতে মুক্তিযুদ্ধ,
বীর বাঙালি অস্ত্র ধরে
হয়ে তাঁরা ক্রুদ্ধ।