ঝিনাইদহের হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৯মার্চ) দুপুরে কলেজ মাঠে এই নবীন বরণ , ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, ৬নং ফলসী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. বজলুর রহমান, ৪নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৭নং রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দীন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য বদিউল আলম, আসমত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন বরণ শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এমপি।