ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ রয়েছেন প্রায় এক মাস ৯ দিন ধরে। নিখোঁজ যুবকের নাম রিপন হোসেন (৩৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে রিপন হোসেন প্রাকৃতিক ডাকের কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করছে।
নিখোঁজ রিপনের বাবা আফজাল হোসেন বলেন, “আমার একমাত্র সন্তান রিপন মানসিক প্রতিবন্ধী। সেদিন রাতে হঠাৎ করেই বাইরে যায়, আমরা ভেবেছিলাম হয়তো একটু পরেই ফিরে আসবে। কিন্তু এরপর আর কোনো খোঁজ মেলেনি।
আত্মীয়-স্বজন, হাসপাতাল, আশপাশের গ্রামÑসবখানে খোঁজ নিয়েছি। কোথাও তাকে পাইনি।” তিনি আরও জানান, ছেলেকে না পেয়ে পরদিনই হরিণাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু এতদিনেও কোনো অগ্রগতি হয়নি। রিপনের স্ত্রীও চোখের পানি ধরে রাখতে পারেননি।
রিপনের স্ত্রী ডলি বেগম জানান, “আমার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে আমি ও আমার সন্তানরা প্রতিদিন অপেক্ষা করছি। ১০ বছর বয়সী বড় ছেলে প্রায়ই জিজ্ঞেস করেÑ‘আব্বু কবে আসবে?’ ছোট মেয়েটা প্রতিদিন বাবার ছবির দিকে চেয়ে থাকে।”
মানসিক প্রতিবন্ধী রিপনের ঘরে রয়েছে তিনটি অবুঝ মুখ-দুই ছেলে ও এক মেয়ে। বাবার অনুপস্থিতিতে পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। রিপনের বাবা আফজাল হোসেন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “আমার সন্তানের সন্ধান কেউ পেলে দয়া করে আমার এই নম্বরে জানানোর অনুরোধ করছিÑ ০১৭৮৮-৪৮৫১৭৪।
সবার সহায়তায় হয়তো আমার ছেলেকে ফিরে পেতে পারি।” পরিবারের পক্ষ থেকে নিখোঁজ রিপনের সন্ধানে মানবিক সহায়তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।