করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে জাহানারা খাতুন (৭০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত জাহানারা খাতুন উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত হবিবুর রহমানের স্ত্রী। তিনি গত ১৭জুন সর্দি কাশি,জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি হন। কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শামিমা সুলতানা তাকে সন্দেহ জনক ভাবে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেন। পরামর্শের পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রেজাল্ট আসে। এরপরে তাকে একই দিনে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে তাকে রেফার করা হলে পরিবারে লোকজন তাকে বাড়ি নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়।
শুক্রবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা করোনা আক্রান্ত হয়ে জাহানারা খাতুন নামে এক মহিলার মৃত্যু হয়েছে এবং তার দাফন সম্পন্ন হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ গত কয়েক দিন যাবৎ হরিনাকুণ্ডুতে আশংকাজনক হারে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ২৪ ঘন্টায় উপজেলায় করোনা পজেটিভের সংখ্যা ৭ জন এবং এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০১জন। মোট মৃত্যুর সংখ্যা ২জন তবে বেশ কয়েক জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছেন। উপজেলায় করোনা সংক্রমন রোধে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে দোকান-পাঠ খোলা ও জন সাধারণের চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।