ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জনতার পিটুনিতে আসান আলী নামের এক চোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাপাশহাটিয়ার হাজী আরশাদ আলী কলেজ এলাকায়।
জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ৫ নং কাপাসহাটিয়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের হাজী আরশাদ আলী কলেজের পাশে লিটন মোল্লার বসত বাড়ির উঠান থেকে আলমডাঙ্গার থানার বাসিন্দা চোর আসান আলী একটি আলমসাধু চুরি করে পালানোর চেষ্টা করে। ওই সময় বাড়ির মালিক টের পেয়ে লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে চোরের পিছু পিছু ধাওয়া করে এবং এক পর্যায়ে আলমডাঙ্গা থানার রামদিয়া এলাকা থেকে চোরকে চুরি যাওয়া আলমসাধু সহ আটক করে হাজী আরশাদ আলী কলেজের সামনে নিয়ে আসে। ওই সময় উত্তেজিত জনগণ উক্ত চোরকে গণপিটুনি দেয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আসান আলী একজন পেশাদার চোর বলে আমরা জানতে পেরেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।