‘পরিবেশ সংরক্ষণে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২তম জাতীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মেলায় অংশ গ্রহণকারী ১৩টি স্টল পরিদর্শন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু।
যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।