হরিণাকুণ্ডুতে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসিল্যান্ড তানভীর হোসেনের ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। এ সময় পৌরসভার মেয়র ফারুক হোসেন, ওসি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, মহিলা বিষযক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম, সাইফুজ্জামান তাজু প্রমূখ বক্তব্য দেন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে শিক্ষার্থী ও যুবক-যুবতীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও উপজেলা পরিষদ চত্তরে ফলজ গাছের চারা রোপণ করা হয়।