উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১০টার সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি ) হরিণাকুন্ডু কর্তৃক দরিদ্র মহিলাদের সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্প (ইরেসপা) দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
হরিণাকুন্ডু আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুস্মিতা সাহা।
এসময় উপস্থিত ছিলেন ৩ নং তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জামিনুর রশীদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মাহমুদ ইমাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ আমজাদ হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরুল কায়েসের সঞ্চালনায় হরিণাকুন্ডু প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম সহ বিদ্যালয়ের কিশোরীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা কিশোরীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন এবং অনুষ্ঠান শেষে সবাইকে উপহার প্রদান করেন।