ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডিবি) এর আয়োজনে হরিশপুর লালন একডেমী মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন একডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন।প্রধান অতিথি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, লালন একডেমী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ও জোড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া,পল্লী উন্নয়নের অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ ফাতেমা-তুজ-জহুরা, সহকারি পল্লী উন্নয়নের অফিসার আমজাদ হোসেন সহ বিদ্যালয়ে সকল ছাত্রীবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহের বিরুদ্ধে একাত্বকতা ঘোষণা করেন ছাড়াও কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে ধারনা দেন এবং ছাত্রীর মাঝে পুরস্কার হিসাবে সেনেটারি ন্যাপকিন,খাতা,কলম,ব্যাগ ইত্যাদি বিতরন করেন।