মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩২টি পরিবারকে পাকা ঘর প্রদান করা হয়।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ ৩২টি ঘরের চাবি তুলে দেওয়া হয় পরিবার গুলোর মধ্যে। প্রতিটি ঘর তৈরিতে খরচ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ঈদ উপহার হিসেবে উপজেলার গৃহহীন ও ভুমিহীন ৩২টি পরিবারের মাঝে ঘর দেওয়া হয়।
হরিণাকুন্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজ হাসান জানান, প্রতিটি পরিবারকে ২ শতক জমির উপর ২ কক্ষ বিশিষ্ট ঘর,বাথরুম করে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, টিউবওয়েল। তিনি জানান, এই ঘর গুলো নির্মাণে সার্বিক খোজ খবর নিয়েছেন ইউএনও সুস্মিতা সাহা।