ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হুসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, সহকারি কমিশনার ভূমি, সেলিম আহমেদ।
হরিণাকুন্ডু পৌরসভার মেয়র, মোঃ ফারুক হোসেন। হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ, আঃ রহিম মোল্লা। ১নং ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, ২নং জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম (বাবু মিয়া) ৩ নং তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মুনজুর রাশেদ, ৪নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান ডাঃ আবুল কালাম আজাদ, ৭নং রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, ৮ নং চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ও হরিনাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এইচ মাহাবুব মিলু সহ সভাপতি বিপ্লব হোসেন যুগ্ম সাধারণ সস্পাদক মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বুল হোসেন, রাজন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগ যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি পালনের জন্য হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছেন।
আয়োজনের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।