আলমডাঙ্গা হারদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ নভেম্বর হারদী বাজারে মতবিনিময় সভায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌর আওয়ামী লীগে প্রচার সম্পাদক রেজাউল হক তবা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মজিবার রহমান, সাবেক মেম্বার সাহাদত হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হামিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ট্যাক্টর, আহসান উজ্জামান ঝন্টু, হিরোক মেম্বার, আনা মালিথা, সাহাবুল ইসলাম, শাকিল আহম্মেদ, তানসেল, লিয়াকত আলী, আক্তার, আতিয়ার রহমান, আলম, বিশ^জিৎ, প্রভাস, মিন্টু মিয়া, যুবলীগ নেতা হারুন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সকল ভেদাভেদ মিলে হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে সফল করতে হবে।
আলমডাঙ্গা প্রতিনিধি