দিনের পরে দিন চলে যায়
মাসের পরে মাস,
বন্ধু তুমি আমার মনে
করছো বসবাস।
তোমায় বিনে এই জীবনে
সবই অন্ধকার,
ভালবাসার ছোঁয়া পেলে
হবে পরিস্কার।
ভাল্লাগে না দিনেরবেলা
গাল ফুলিয়ে ধুম,
রাত্রিকালে শুয়ে থেকে
আসে না আর ঘুম।
মনের মাঝে ইচ্ছে জাগে
শুধু তোমায় ছুঁই,
জীবন-যৌবন শুকিয়ে গেল
দুঃখ কোথায় থুই!
তোমার তরে শতকষ্ট
যায় ফেটে যায় বুক,
প্রিয় তুমি চলে যাওয়ায়
হারিয়ে গেছে সুখ।