অগ্রহায়নের ভরা ক্ষেতে মন আকুল করে
রাশি রাশি সোনা ধানে মন সকলের ভরে।
নতুন ধানের মধুর ঘ্রাণে মৌ মৌ চারিপাশ
শিশির কণার মুক্তো নিয়ে সাজে দূর্বা ঘাস।
নবান্নতে মেতে উঠে বাংলার সব প্রাণ
খুশি নিয়ে প্রতি বছর আসে অঘ্রাণ।
সারা বছর কষ্ট শেষে আসে নতুন ধান
আনন্দের জোয়ারে আসে খুশির বান।
পিঠাপুলির মধুর স্বাদে তৃপ্তির ঢেঁকুর ওঠে
হেমন্তের উৎসবে তাই মুখে হাসি ফোটে।