নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৫১৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
শিক্ষক (এমপিও ১২৮০৭ ও নন-এমপিও ২৩৫৬)।
পদসংখ্যা: মোট ১৫১৬৩ জন।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
১ জানুয়ারি ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে ২০১৮ সালের ১২ জুনের আগে যাঁরা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন ফি: ১০০/-টাকা।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ngi.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
২২ ফেব্রুয়ারি, ২০২২।
সূত্র : www.ntrca.gov.bd।