পৃথিবী আবার শান্ত হবে
কেটে যাবে ঘন কুয়াশা
সবুজের বুকে ফুটিবে ফুল
দূর হবে সব ধোঁয়াশা।
মানুষ ছুটিবে আবার
নিজ নিজ কাজে,
বসন্ত ফিরিবে ক্লান্তি শেষে
তারই নতুন সাজে।
আবার বেড়ে যাবে কোলাহল
মানব ছুটিবে দেশ-বিদেশ
বদ্ধ ঘরের ভাঙিবে তালা
সবাই পরিবে নতুন বেশ।
২০২০, কি নির্মম ইতিহাস!
যেন কিয়ামতের আলামত,
ঘরবন্দী মানুষ, চেয়ে দিগদিগন্তে
রুখে দেওয়ার নেই হিম্মত।
মৃত্যু মিছিলে যোগ হয়েছে
পৃথিবীর কত রাজা,
যুগে যুগে আসিবে মহামারী
পোহাতে হবে কত সাজা?
শান্তি আবার আসিবে ফিরে
ফুটিবে নতুন ফুল,
শিশু ফিরিবে মায়ের কোলে
খুশিতে হবে মশগুল।