পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ঘটেছে অদ্ভুত কাণ্ড। যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়।
ঘণ্টায় ২১৯ কিলোমিটার গতিতে বল করেছেন পাক পেসার হাসান আলি!
ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতির বলের রেকর্ড ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার। আর সেই রেকর্ডটি করেন পাকিস্তানের রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত পেসার শোয়েব আখতার। কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে এই রেকর্ডটি গড়েন তিনি।
গত ১৮ বছরেও এতো গতির বল করতে পারেননি আর কোনো পেসার।
অথচ শুক্রবার বাংলাদেশের ব্যাটিংয়ের দ্বিতীয় ওভারে একটি বলের গতি স্পিডগানে ধরা পড়ে ২১৯ কিমি অর্থাৎ ১৩৬.১ মাইল প্রতি ঘণ্টা!
নাজমুল হোসেন শান্তর বিপক্ষে বলটি করেন হাসান আলি। তবে কি স্বদেশী শোয়েব আখতারের ১৮ বছরের অক্ষুণ্ন রেকর্ড ভেঙে দিলেন হাসান! আর এতো গতির বল করা কি কোনো মানুষের পক্ষে সম্ভব।
না, অবশ্যই সম্ভব নয়। আর শোয়েবের রেকর্ডও ভাঙতে পারেননি হাসান আলি। তার গতির ধারেকাছেও যেতে পারেননি।
পুরো বিষয়টাই ঘটেছে যান্ত্রিক ত্রুটির কারণে। হাসান আলির ওই বলের গতিবেগ মাপতে ভুল করেছিল স্পিডগান। আর তাতেই যত বিভ্রান্তি। সে বলের গতি ১৩০ কিলোমিটারেরই উপরে ছিল না।
পরের বলেই স্পিডগান বলের গতি সংশোধন করে নিলেও ক্রিকেটপ্রেমীদের চোখ এড়ায়নি। ঘটনার ভিডিও আর স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন অনেকে। এ নিয়ে মজার মজার টুইট করেছেন কেউ কেউ।