‘অল্স ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল’। আর শেষটা ভালো না হওয়ায় আফগানিস্তান সিরিজটা প্রশ্নবিদ্ধ হয়েই রইল। শুধু খারাপই নয়; সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ।
ব্যাটিং-ফিল্ডিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই বাঘের গর্জন শোনা যায়নি।
বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট হাতে ১১৫ রান করে বাংলাদেশ। ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে মাহমুদউল্লাহর দলকে হারিয়েছে মোহাম্মদ নবির দল।
অন্য দিকে গোটা সিরিজে ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে টাইগাররা। ওয়ানডে আর টি-টোয়েন্টির ৫ ম্যাচে নয়টি ক্যাচ মিস করেছে টাইগাররা।
টাইগারদের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতির মতে, মিরপুর শেরেবাংলায় শনিবারের ম্যাচে টাইগারদের শরীরীভাষা দেখে মনে হচ্ছিল ওরা খেলার মধ্যে ছিল না।
পাপন বলেন, ‘মাত্র ১১৫ রান নিয়ে আপনি ফাইট দেবেন কী করে? ১৩০- ১৪০ হলেও একটা ফাইট দেওয়া যেতো। এরপরও হতে পারে, একদিন তো হারতেই পারি।’
ম্যাচে ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে স্বাগতিকরা। বিষয়টিতে ভীষণ হতাশ বিসিবিবস।
তিনি বলেন, ‘এক ম্যাচে তিন-চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়া, এটা দেখতে খুব বাজে লাগে। হারা-জেতা বড় কথা নয় এখানে। কিন্তু যে সমস্ত ক্যাচ ফেলেছে, তাতে মনেই হচ্ছিল না, ওরা খেলার মধ্যে আছে। এটা খুবই দুঃখজনক।’
পাপনের সুরে সুর মেলালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বললেন, ‘এভাবে ক্যাচ মিস করা মেনে নেওয়া কঠিন।পাঁচ ম্যাচে আমরা নয়টি ক্যাচ মিস করেছি। ক্যাচ মিসের জন্য আমরা বিশ্বকাপে মাশুল দিয়েছি। এখানেও ক্যাচ মিস হলো। অনুশীলনে সবাই ভালো করে। কিন্তু ম্যাচে ভুল হচ্ছে। এখন একটা কথাই বলা যায়, আমরা উন্নতি করার চেষ্টা করব।’