প্রায় ৫০ লাখ গ্রাহকের ইমেইল ঠিকানা একটি তৃতীয় পক্ষ হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে রবিনহুড মার্কেটস ইনকর্পোরেশন। সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, হ্যাকাররা আরও ২০ লাখ গ্রাহকের পূর্ণ নাম চুরি করেছে। যার মধ্যে ৩১০ জনের ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্ম ও তারিখ এবং জিপ কোডের তথ্য রয়েছে।
রবিনহুড বিশ্বাস করে এ সাইবার আক্রমণের মাধ্যমে কোনো সামাজিক নিরাপত্তা নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা ডেবিট কার্ডের তথ্য ফাঁস হয়নি। গত ৩ নভেম্বর ঘটে যাওয়া এ আক্রমণে কোনো গ্রাহকের আর্থিক ক্ষতি হয়নি বলে জানিয়েছে রবিনহুড। হ্যাকাররা একজন গ্রাহকসেবা কর্মীকে ফোন করে ব্যস্ত রাখে এবং গ্রাহকসেবা সিস্টেমের কিছু অংশের অ্যাক্সেস নিয়ে নেয়। হ্যাকাররা হাতিয়ে নেওয়া তথ্যের বিপরীতে অর্থ দাবি করেছে। এদিকে এ ঘটনায় রবিনহুডের শেয়ার মূল্য ৩ শতাংশ হ্রাস পেয়েছে।